কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার : কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন বর্ষীয়ান নেতা।

বর্তমানে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার উত্তর, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ পুরসভার তৃণমূলের কো-অর্ডিনেটর। সূত্রের খবর, মাসখানেক আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়। তবে তিনি বেঁকে বসেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সাফ জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলে ভাবনাচিন্তা করবেন বলেও জানান।

ইতিমধ্যে কোচবিহার সফর সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা হয় তাঁর। মিলেমিশে কাজের বার্তাও নাকি দেন দলনেত্রী। সম্প্রতি কলকাতায় আসেন রবীন্দ্রনাথ ঘোষ। এবারের সফরেও দলীয় নেতৃত্বর সঙ্গে কথা হয় তাঁর। গত বৃহস্পতিবার কোচবিহারে ফেরেন। তার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন বর্ষীয়ান নেতা। কী কারণে আচমকা এই পদক্ষেপ, সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =