নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: চার পুরুষ আগে আনুমানিক ১৫০ বছর আগে চিন্তামণি দত্তর হাত ধরে বাঁকুড়ায় শুরু হয় দত্ত বাড়ির রাস উৎসব। এই রাজ উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে এলাকাবাসী। দত্ত বাড়ির রাসমন্দিরকে কেন্দ্র করে ওই জায়গার নাম হয় রাসতলা। যেটা বাঁকুড়া রাসতলা বলতে এক ডাকে মানুষ চিনে থাকে দত্ত বাড়ির রাস মন্দিরের রাসতলা বলে। এই রাস উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়াবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে দেখার মতো। রাস উপলক্ষে রাসতলায় বসে মেলা। তিনদিন ধরে চলা দত্ত বাড়ির রাস উৎসবকে কেন্দ্র করে একসময় রামায়ণ পালা হত। তবে এখনও চলে আসছে যাত্রাপালা। চিন্তামণি দত্তর হাত ধরে শুরু করা রাস উৎসব দত্ত পরিবারের সদস্য গোলক বিহারী দত্ত, বিশ্বনাথ দত্ত, রামকৃষ্ণ দত্তর পর এখন শ্যামসুন্দর দত্ত এবং তাঁর দুই ছেলে এই রাস উৎসবের আয়োজন করে থাকেন।