আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
‘পিন্দারে পলাশের বন পালাব পালাব মন…’
™ুরুলিয়ার পলাশের অপরূপ সৌন্দর্য নিয়ে সুনীল মাহাতর বিখ্যাত সেই গান আজ বেশ খ্যাতি অর্জন করেছে। বসন্ত আসতেই পলাশের সেই অপরূপ সৌন্দর্য দেখতে এ রাজ্যের দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন পুরুলিয়াতে। এ রাজ্য ছাড়াও ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার সহ একাধিক রাজ্য থেকেও পর্যটকরা আসেন রুখাশুখা পুরুলিয়াতে। বসন্তে পুরুলিয়ার লাল পলাশ যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাক দেয়।
আজ রবিবার ১০ মার্চ পুরুলিয়ার রেলশহর আদ্রার ‘দ্য ফ্রিথিং কিং হিউম্যানিস্টস’ এর পরিচালনায় আদ্রা হাতি পার্কে আমরা মেঘমল্লার পলাশ উৎসব পালিত হবে। আয়োরে বসন্ত নবল রং লায়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌমিতা মণ্ডল, সোমা বিশ্বাস, ভারতী বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দাস, শান্তনু আচার্য, ঋত্বিক রায় সহ বহু গুনীজন ও শিল্পীরা।
তবে পুরুলিয়ার লাল পলাশ এতদিন পর্যটকদের আকর্ষণ করে এসেছে। এবার পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার একাধিক জায়গায় হলুদ পলাশ পর্যটকদের আলাদা উৎসাহ হয়ে উঠতে চলেছে তা বলার অবকাশ থাকে না। তবে পলাশের কুড়ি এখনও বেশিরভাগ গাছে পুরোপুরি না ফুটলেও বেশ কিছু গাছে উঁকি মারতে শুরু করেছে কুড়ির মধ্যেই ঘুমিয়ে থাকা পলাশ ফুল। রঘুনাথপুর থানার বেড়ো পাহাড়ের কয়েকটি গাছে ফুটেছে হলুদ পলাশ। চেলিয়ামার বাঁন্দা দেউলের অদূরে অবস্থিত পলাশ জঙ্গলে বেশ কিছু গাছেও ফুটেছে হলুদ ও সাদা পলাশ। লাল পলাশ দেখে অভ্যস্ত পর্যটকদের কাছে হলুদ পলাশ যেন এবার এক অন্য মাত্রা যোগ করছে।
চেলিয়ামার বাঁন্দা গ্রামের অদূরে অবস্থিত বাঁন্দা দেউলটি অবস্থিত। সেই দেউলের অদূরে পলাশ জঙ্গলে কয়েকটি গাছে সুন্দর ভাবে ফুটতে শুরু করেছে হলুদ ও সাদা পলাশ। আর সেই পলাশ দেখতে কলকাতা, হুগলি সহ বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে আসছেন। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও পর্যটকরা ছুটে আসছেন। হলুদ ও সাদা পলাশের গাছ পর্যটকদের কাছে এখন হয়ে উঠেছে অন্যতম সেলফি পয়েন্ট। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পর্যটকরা জায়গাটি সম্পর্কে জানতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
পুরুলিয়ার লোক গবেষক তথা চেলিয়ামার বাসিন্দা সুভাষ রায় জানান, পুরুলিয়ার পলাশের শোভা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাশের ঝাড়খণ্ড রাজ্য থেকেও প্রচুর পর্যটকরা আসেন। চেলিয়ামার সগড়কাতে অবস্থিত ছৌ ঝুমুর রিসার্চ সেন্টারে অন্যান্য বছরের মতো এবারও চলতি মার্চ মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখ তিন দিন ধরে পলাশ উৎসব পালিত হবে। তবে এবার চেলিয়ামার বিভিন্ন এলাকায় সাদা ও হলুদ পলাশ পর্যটকদের আলাদা আকর্ষণ হয়ে উঠবে তা বলা যেতে পারে।