কলকাতা : দুর্গা পুজোর অনুদান মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবারের শুনানিতে স্পষ্ট জানানো হল, পুজো কমিটিগুলি গত বছরের খরচের হিসেব দিলে তবেই অনুদান পাবে। কিন্তু সেই হিসেব না দিলে অনুদান দেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।
বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে।
বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্য জানায়, ৪১ হাজার ৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছে। তার মধ্যে ৪১ হাজার ৭৯২টি কমিটিই খরচের হিসেব দিয়েছে। বাকি তিনটি ক্লাব যারা কোনও হিসেব দেয়নি তারা শিলিগুড়ির। এই বক্তব্য শুনে পুজোর ছুটির এক মাসের মধ্যে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ বা খরচের হিসেব নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে বলেছে রাজ্যের উচ্চ আদালত।
পুজোর অনুদান মামলায় এর আগেও হিসেব-নিকেশের প্রসঙ্গ উঠেছিল। সেই সময়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়, কত পুজো কমিটি অনুদান পায়, কতগুলি পুজো কমিটি খরচের হিসেব দেয় বা দেয়নি। পাশাপাশি খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য আবার কেন অনুদান দিচ্ছে সেই প্রশ্নও করেছিল আদালত। বুধবার সেই প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ – অনুদানের টাকার খরচের হিসেব বা দিলে তা আর দেওয়াই যাবে না।

