নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: রাধামোহনপুরে বটতলা সরস্বতী পূজা কমিটির এবারের পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। বাঁশের কারুকার্যকে প্রাধান্য দিয়েছেন পুজো কমিটির সদস্যরা। সমগ্র প্যান্ডেলে শুধুমাত্র বাঁশের কারুকার্য। সমগ্র প্যান্ডেল পুজো কমিটির সদস্যরা নিজের হাতে তৈরি করেছেন। আর থিম ইতিমধ্যেই নজর কেড়েছে বাঁকুড়া জেলার সাধারণ মানুষদের।
বুধবার বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন দেশের সকল সাধারণ মানুষ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যথাযথ মর্যাদার সহিত বাগদেবীর আরাধনা করছেন। পাশাপাশি বিভিন্ন পুজো উদ্যোক্তারাও থিমের চমক দিয়েছেন। সোনামুখী ব্লকের রাধামোহনপুরে বটতলা সরস্বতী পূজা কমিটির পুজোয় মূলত বাঁশের কারুকার্যকে তুলে ধরা হয়েছে।