মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে উপাচার্যের বাড়ির সামনে রাতভর অবস্থান বিক্ষোভ পরিবারের

বোলপুর : রাতভর বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ছাত্রের পরিজন উপাচার্যের বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখায়৷ তাদের অভিযোগ, ছাত্র মৃত্যুর পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোন তদন্ত কমিটি তৈরি করেনি৷ বৃহস্পতিবার বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণী ছাত্র অসীম দাসের উত্তরশিক্ষা ছাত্রাবাসে মৃত্যু হয়৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্রের পরিবারের তরফে শান্তিনিকেতন থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷

মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করেনি৷ শুধু তাই নয়, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেনি কর্তৃপক্ষ। কিভাবে মৃত্যু হল তাও জানানো হয়নি৷
এই সকল অভিযোগে রাতভর বাসভবনে ঘেরাও করা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে৷ পরিবারের মহিলারা ও বাসভবনের সামনে বিক্ষোভ দেখান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =