রাশিয়ায় শুরু প্রেসিডেন্ট নির্বাচন, এবছর প্রথম অনলাইনে ভোটদানের সুযোগ

রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে রবিবার পর্যন্ত।এবছর প্রথম অনলাইনে ভোটদান করার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। নিজের অফিসে কম্পিউটারের সামনে বসে ভোট দেন রুশ প্রেসিডেন্ট। তার পর ক্যামেরার সামনে গিয়ে হেসে তাকান তিনি। ততক্ষণে মনিটরে নোটিফিকেশন এসেছে, ‘আপনার ভোটদান সফল হয়েছে।’ সাড়ে ৩ লক্ষের উপর মানুষ অনলাইনে ভোট দিয়েছে। একটি ই-ভোটিং ওয়েবসাইট শুরু করা হয়েছে তাঁদের জন্য। ২৪ ঘণ্টাই সেটি চালু রয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের মার্চে ৫৩ শতাংশ ভোট পেয়ে দেশের মসনদে বসেন পুতিন। শুরু হয় এক নতুন জমানার। তার পর থেকেই তিলে তিলে ‘ব্র্যান্ড পুতিন’ গড়ে তোলেন রুশ রাষ্ট্রনেতা। এই বছরের নির্বাচনে পুতিনের জেতা একপ্রকার প্রায় নিশ্চিত। ভোটে জিতলে আগামী ছয় বছরের জন্য ক্ষমতার রাশ থাকবে তাঁর হাতেই।

গত মাসেই বিরোধী রুশ নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর পর থেকেই সরগরম রাশিয়ার রাজনীতি। একইসঙ্গে চলছে ইউক্রেন যুদ্ধ। এই আবহেই গণতন্ত্রের উৎসবে যোগ দিয়েছেন সেদেশের নাগরিকরা। তবে কোথাও কোথা অনলাইনে ভোটদানের সমস্যার কথাও সামনে এসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =