কলকাতা : অবশেষে আগামী ৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানালেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। গত ২৭ এপ্রিল ইঞ্জিনিয়ারিং জয়েন্টের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশের আগে বৃহস্পতি, শুক্র ও শনিবার— এই তিন দিনের মধ্যে সব পরীক্ষার্থীকে নিজের সামাজিক গোষ্ঠী পরিচয়ের খুঁটিনাটি নির্দিষ্ট লিঙ্কে সংযোজন করতে হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এ নিয়ে বুধবারই বিজ্ঞপ্তি জারি করেছি। পরীক্ষার্থীরা অবিলম্বে তাঁদের সোশ্যাল ক্যাটিগরি বা সংরক্ষণের বিষয়টা আপডেট করতে পারবেন।
এর জন্য আমরা একটা লিঙ্ক দিয়েছি। বৃহস্পতিবার (৩১ জুলাই) শুক্রবার (১ জুলাই) ও শনিবার (২ জুলাই) পর্যন্ত তাঁরা আপডেট করতে পারবেন। আমরা সব পরীক্ষার্থীদের এসএমএসও পাঠিয়েছি। পরীক্ষার্থীদের ওই তথ্য নেওয়ার পরেই আমাদের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। আশা করছি, আমরা ৭ আগস্ট ফল প্রকাশ করতে পারব।

