গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি জোরকদমে, মুখ্যমন্ত্রী আসছেন সরেজমিন পরিদর্শনে 

গঙ্গাসাগর : পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান। প্রায় ১০ দিন বাকি রয়েছে। তার আগেই পুণ্য সঞ্চয়ের আশায় আগাম স্নান সারছেন অনেকেই। কপিলমুণির মন্দিরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পুণ্যার্থীদের আনাগোনা বাড়ছে।

বছরভর অল্পবিস্তর ভক্ত ও তীর্থযাত্রী বা পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। তবে, এই সময়ে ভিড় একটু বেশি থাকে।

চলতি মাসের ১৫ তারিখ গঙ্গাসাগরে পুণ্যস্নান। এর পরিপ্রেক্ষিতেই মেলার মাঠে প্রস্তুতি তুঙ্গে। জোরকদমেই কাজ চলছে। সাজো সাজো রব। একইসঙ্গে হালকা ঠান্ডা রয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেই কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখার জন্য সরেজমিন পরিদর্শনে আসছেন। তিনি হেলিকপ্টারে দুপুরে পৌঁছবেন বলে সরকারি সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =