“পূর্বপরিকল্পিত এবং ক্যামেরার জন্য”, মমতাকে তোপ অমিত মালব্যর

নয়াদিল্লি : শনিবার নীতি আয়োগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াক আউটকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

এদিন এক্স হ্যান্ডলে অমিতবাবু লিখেছেন, “নীতি আয়োগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াক আউট পূর্বপরিকল্পিত এবং ক্যামেরার জন্য। একজন মুখ্যমন্ত্রী

নাট্যচর্চার জন্য শাসনের গুরুতর বিষয়গুলোকে লঘু করে দিয়েছেন, এটা দুঃখজনক। পশ্চিমবঙ্গের মানুষ তার দ্বন্দ্বমূলক রাজনীতির ফল ভোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনা কার্যকর করার আগেই টিএমসি সাংসদ সাগরিকা ঘোষের স্বামী উচ্চস্বরে বীজ বপন করে দিয়েছিলেন”। অভিযোগের সঙ্গে একটি চ্যানেলে সাগরিকার স্বামী রাজদীপ সরদেশাইয়ের আক্রমনাত্মক বক্তৃতার ভিডিও ছবিও যুক্ত করেছেন অমিতবাবু।

প্রসঙ্গত, এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন যে বৈঠকের একদম শেষে তাঁকে বলতে দেওয়া হয়। অত্যন্ত কম সময় পান বক্তব্য রাখার। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে কেন্দ্র। এবারের অভিযোগও উড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =