ব্যারাকপুর : সাধারন মানুষের সুবিধার্থে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের কাছ থেকে শুরু হল 24 ঘন্টা প্রিপেড ট্যাক্সি পরিষেবা। বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রিপেড ট্যাক্সি বুথের শুভ উদ্বোধন হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা, পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ পুলিশ কমিশনারেটের অন্যান্য কর্তারা।
পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, আপাতত একশো টাক্সি দিয়ে পরিষেবা শুরু হবে। তারপর যাত্রীদের চাপ বাড়লে ট্যাক্সির সংখ্যাও বাড়ানো হবে। সরকারি গাইড লাইন মেনে ভাড়া ধার্য করা হবে। অপরদিকে বিধায়ক তাপস রায় বলেন, মানুষের প্রয়োজন এবং মানুষের দীর্ঘদিনের দাবি মেনেই দক্ষিণেশ্বরে 24 ঘন্টা প্রিপেড টাক্সি পরিষেবার সূচনা হল। পুলিশ কমিশনারের এহেন উদ্যোগের তারিফ করলেন বিধায়ক তাপস রায়।