সরকারি বাস পরিষেবা লাভজনক করতে পিপিপি মডেল

পরিবহণ দপ্তর সরকারি বাস পরিষেবা লাভজনক করতে এবার বেসরকারি সংস্থার হাত ধরতে চলেছে। চলতি মাস থেকেই তিনটি সরকারি বাস রুট যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে। পাশাপাশি আরও ১২টি রুটকে পিপিপি মডেলে চালানোর  ভাবনাচিন্তা করেছে  পরিবহণ দপ্তর।
রাজ্য পরিবহণ দপ্তরের তরফে জানা গিয়েছে, ইডেন সিটি থেকে হাওড়া এস ৪৭ রুটের বাস, বারাকপুর থেকে হাওড়া এস ৩২ রুটের বাস ও কলকাতা স্টেশন থেকে ছাড়া একটি সরকারি রুটের বাস বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে। তিনটি রুটে ২৫টি বাস দেওয়া হয়েছে ওই বেসরকারি সংস্থাকে। কন্ডাকটার ও চালক থাকবেন ওই বেসরকারি সংস্থার। বাসপিছু এককালীন ৫০ হাজার টাকা করে পাবে পরিবহণ দফতর। পাশাপাশি প্রতি মাসে ছয় থেকে আট হাজার টাকা করে দিতে হবে পরিবহণ দফতরকে। এই সব বাসগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে ওই বেসরকারি সংস্থার ওপর।পরিবহণ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ১২টি সরকারি রুটের বাস আগামীদিনে পিপিপি মডেলে চালানো হতে পারে। কলকাতায় এখন ১২০টি সরকারি রুট রয়েছে। এই সব বাস রুটে যাতে আগামীদিনে বেশি সংখ্যায় বাস নামানো যায়, সেই লক্ষ্যেই পিপিপি মডেলকে ব্যাপকভাবে প্রয়োগের কথা ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। তবে এরমধ্যে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কাও তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে বেসরকারি সংস্থার দ্বারা চালিত বাসগুলিতে বাস ভাড়া বেড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =