নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: গ্রামের একটি রাস্তা শুধুমাত্র ঢালাই তাও আবার কিছুটা পরিমাণ। বাকি সমস্ত রাস্তা কাঁচা। বছরের পর বছর বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় বলে দাবি বাসিন্দাদের। এরই প্রতিবাদে এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের বর্ধমান সদর ২ নম্বর ব্লকের নবস্থা ১ নম্বর পঞ্চায়েতের বেগুট গ্রামের বাসিন্দারা প্রতিবাদে সরব হলেন। গ্রামজুড়ে ভোট বয়কটের ডাকে লাগানো হয়েছে দেওয়ালে দেওয়ালে পোস্টার।
গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলেই প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা। দু’ দশক ধরে শুধুই কথা দিচ্ছেন নেতারা। তারপর ভোট মিটলে আর কেউ খোঁজ রাখে না বলে অভিযোগ। প্রতিবাদে বেশ কিছুটা সময় আগেই ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী। গ্রামের সমস্ত রাস্তা ঢালাই করার দাবিতে একজোট হয়েছেন গ্রামের বাসিন্দারা। এমনকী ভোটের প্রচার ও কোনও দলকে এলাকায় করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তা¥রা।
বিষয়টি বর্ধমান ২ নম্বর বিডিও দিব্যজ্যোতি দাসকে জানানো হলে তিনি কতদূর কী কাজ হয়েছে এবং কোন পর্যায়ে কাজ আটকে রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।