প্রোটোকল মানতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজভবনের বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতাও সে কথাই জানালেন।
সূত্রের খবর, দুজনে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে কোনও রাজনৈতিক কথা হয়নি বলেই খবর। মোদির সঙ্গে মমতার এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যের। তবে শাসকদল সূত্রে খবর, সৌজন্য সাক্ষাৎ করলেও আরামবাগের সভায় এ রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ একেবারেই সমর্থন করে না তৃণমূল । বরং তিনি ‘মিথ্যাচার’ করেছেন বলে অভিযোগে ইতিমধ্যে সরব দলের মহিলা নেতৃত্ব।
শুক্রবার আরামবাগে সভা করে বিকেলে কলকাতায় রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। এর পরেই রাজভবনে মোদির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা। বৈঠক শেষে মমতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এখনও ভোট ঘোষণা হয়নি। রাজ্যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া। মমতা বলেন, ‘রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হল।’
কেন্দ্রের কাছে বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কি না, তা নিয়ে জানতে চাওয়া হয় মুখ্যমন্ত্রী কাছে। তিনি বলেন, ‘হ্যাঁ, সে সব নিয়ে আমার যা বলার, বলে দিয়েছি।’ এর পরেই মমতা বলেন, ‘আমাদের যা বলার, আমরা রাজনীতির মঞ্চে বলব। এটা আমার সৌজন্য সাক্ষাৎ এবং প্রোটোকল মেনে।’