‘তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা’, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে তোপ শ্রীলেখার

শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শ্রীলেখা মিত্র। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। পয়লা মে পর্যন্ত চলছে বাংলার চলচ্চিত্র উৎসব। মোট চল্লিশটি দেশের মোট ১৬৩টি সিনেমা দেখা হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সে দেশের সাতটি ছবি উৎসবে দেখানো হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি মাথায় রেখে কয়েকটি ছবি রাখা হয়েছে।  প্রদর্শনী করে শতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্তর মতো কিংবদন্তিকে।

নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। সেখানে ডাকা হয়নি শ্রীলেখা মিত্রকে। ফেসবুকে অভিনেত্রী লেখেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ আসেনি, একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন্য কোনও অজ্ঞাত কারণ আছে? তৃণমূল, তৃণমূল সরকার কি প্রতিহিংসাপরায়ণ মাইরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =