দড়ি টানাটানিতে পুলিশের হার, জয়ী সাংসদ-মন্ত্রীরা

ব্যারাকপুর: পদ, অবস্থান সব ভুলে এ যেন ছেলেবেলায় ফিরে যাওয়া। সেই মাঠ, খেলা। দড়ি টানাটানি। আর সেই দড়ি টানাটানিতে পুলিশকে গো হারান হারালেন নেতা, সাংসদ, মন্ত্রীরা।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে লাটবাগান স্পোর্টস গ্রাউন্ড ময়দানে একাদশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। দুদিনের প্রতিযোগিতার শেষ দিনে শুক্রবার দড়ি টানাটানির আয়োজন করা হয়। সেই খেলায় সাংসদ, মন্ত্রী, বিধায়করা হারিয়ে দিলেন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তা ও কর্মীদের। প্রতিযোগিতার সমাপ্তির দিনে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায় ও সুবোধ অধিকারী, পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস-সহ কমিশনারেটের পদস্থ অধিকারিকরা।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘দড়ি টানাটানি প্রতিযোগিতায় পুলিশকে হারানো, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। তবে শুধু কাজ করলেই হবে না। কাজের পাশাপাশি শরীরচর্চারও প্রয়োজন রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seventeen =