পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে ‘পুলিশি বাধা’, ধর্মতলায় ধুন্ধুমার

কলকাতা : শূন্যপদে নিয়োগ, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়। বৃহস্পতিবার পার্শ্বশিক্ষকদের মোট ১১টি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। দুপুরে শিয়ালদা থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু কিছুটা এগোতে না এগোতেই পুলিশি বাধার অভিযোগ ওঠে। আর তাতে দু’পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

পার্শ্বশিক্ষকদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে যথেষ্ট কড়া ‘অ্যাকশন’ নিয়েছে পুলিশ, যা কাম্য নয় মোটেও। এই অশান্তির জেরে ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভিড়ে ভিড়াক্কার। ব্যাহত হয়েছে যান চলাচলও।

বেশ কয়েকদফা দাবি নিয়ে নবান্নে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেইমতো শিয়ালদা থেকে দুপুরে মিছিল করে পার্শ্বশিক্ষকদের এই সংগঠনের সদস্যরা এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যান। কিন্তু ধর্মতলায় কলকাতা পুরসভার সামনে তাঁদের সেই মিছিল আটকায় পুলিশ। এগোতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পুলিশি বাধা মানতে চাননি মিছিলকারীরা। এ নিয়েই বাধে বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =