তোলা আদায়ের অভিযোগে থানার গাড়িচালক গ্রেপ্তার

কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে থানার বড়বাবুর গাড়িচালককেl এক মাস ধরে খোঁজ চালিয়ে ওডিশার পুরী থেকে গ্রেপ্তার করে শনিবার তাকে গুড়গুড়িপাল থানায় নিয়ে আসা হয়l থানার বড়বাবুর ঘনিষ্ঠ বছর বছর তিরিশের ওই গাড়ি চালকের নাম বাপ্পা বেজl বাড়ি গোয়ালতোড়েl

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলা, গোয়ালতোড় ও গুড়গুড়িপাল থানা এলাকায় হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এক কোটি টাকার বেশি তোলা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেl মেদিনীপুর জেলা আদালত তাকে ছয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেl জানা গিয়েছে, গোয়ালতোড় থানার মেজবাবু হিসেবে কর্মরত এক সাব-ইন্সপেক্টর পরে ওসি হয়ে পিংলা ও গুড়গুড়িপাল থানায় আসেনl তার গাড়ির চালক হিসেবে রয়ে যায় বাপ্পাl

বাপ্পার বিরুদ্ধে বালি  খাদানের বেশ কয়েকজন মালিক, লরি চালক ও অন্যান্য ব্যবসায়ীরা তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ তোলেনl কিন্তু বড়বাবুর খাস লোক হওয়ায় বাপ্পার বিরুদ্ধে কেউই থানায় লিখিত অভিযোগ করার সাহস পাননিl একটি দুর্নীতি মামলায় মাস দেড়েক আগে গুড়গুড়িপাল থানার ওই বড়বাবুকে ক্লোজ করা হলে নতুন ওসি আসেনl এর পরেই ব্যবসায়ীদের পক্ষ থেকে বাপ্পার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =