খণ্ডযুদ্ধের পর নওশাদকে হাসপাতালে ভর্তি করাল পুলিশ

কলকাতা : সংশোধিত ওয়াকফ আইন, এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে ধর্মতলায় আইএসএফ-এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড় চলে। ধর্মতলা থেকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হলে অসুস্থ হয়ে পড়েন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

সেখান থেকে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিক্ষোভকারী বহু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ভাঙড়ের বিধায়ক জানিয়েছিলেন, যখন তাঁরা মিছিল শুরু করতে যাচ্ছিলেন সেই সময় তাঁকে ধাক্কা দেওয়া হয়। তাঁর বুকে আঘাত লাগে। তার পরবর্তী সময়ে মেট্রো চ্যানেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেইসময় পুলিশ তাঁকে প্রিজন ভ্যানে তোলে। সেখান থেকে কোনওক্রমে তিনি নেমে যান। আবারও নওশাদ সিদ্দিকি-সহ আরও কয়েকজন আইএসএফ কর্মী-সমর্থককে আটক করা হয়।

তাঁদের জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পর নওশাদ একটি বেঞ্চে শুয়ে পড়েন। তিনি অসুস্থ বোধ করায় পুলিশও কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে কিছু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে, আবার কিছুকে গিরিশ পার্ক থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =