শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আসে তাঁর মাতৃহারা হওয়ার খবর। মায়ের মৃত্যুর খবর পেয়ে ভোর না হতেই আহমেদাবাদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এক আবেগঘন পোস্টে জানান, তাঁর মা হীরাবেন মোদির প্রয়ানের খবর।ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, মায়ের মধ্যে তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবনকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। এরপর শুক্রবার সকালেই মায়ের শেষযাত্রা দেখা যায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রীকে।গান্ধিনগরের বাড়িতে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আবেগে ভেঙেও পড়তে দেখা যায় তাঁকে। প্রথা মেনে শতায়ু হীরাবেনের শেষযাত্রায় তাঁর দেহ নিয়ে কাঁধে নিয়ে হাঁটতেও দেখা যায় প্রয়াত হীরাবেনের পুত্র তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর অ্যাম্বুল্যান্সে মায়ের নিথর দেহের পাশে বসে থাকতে দেখা যায় শোকস্তব্ধ পুত্রকে। এরপর গান্ধিনগর শ্মশানে হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের মুখাগ্নি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই।