বিরোধীদের কথা ভাবছি না, আমাদের পাশে মানুষ রয়েছে, মানুষই পার করে দেবে আমায়। নারায়ণগড়ে ভোট প্রচারে গিয়ে বললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। শুক্রবার নারায়ণগড় বিধানসভা এলাকার একাধিক আদিবাসী গ্রামে প্রচারে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর কুশবাসনে কর্মিসভা করেন। বাখরাবাদ অঞ্চলের বিভিন্ন বুথে যান।
দ্বিতীয়ার্ধে নারায়ণগড়ের নারমাতে জনসভা করেন। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট। জুন মালিয়া প্রতিদিন একটি করে বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছেন। অভিনেত্রী হিসেবে নয়, একজন প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরার পাশাপাশি দলনেত্রীকে ‘বাংলার বাঘিনী’ উল্লেখ করে বিজেপিকে বিঁধেছেন ‘বহিরাগত’ বলে। কখনও হেঁটে, কখনও বাইকে চেপে গ্রামের কাদা রাস্তা পেরিয়ে জনসংযোগ সারছেন জুন। নেত্রীকে দেখতে মহিলারা ভিড় করছেন, সেলফিও তুলছেন।