নিজস্ব প্রতিবদন, কালনা: কালনার পূর্বস্থলীর পাটুলির দামপাল ঘাটে মৃত এক হিন্দু ব্যক্তির হিন্দু মতেই সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। গভীর রাতে পাটুলির দামপাল ঘাটে এমনই মানবতার নিদর্শন দেখালেন কাটোয়া থানার অন্তর্গত সিঙি পঞ্চায়েতের শিমুলগাছির মুসলিম সম্প্রদায়ের মানুষরা।
গ্রামের একমাত্র হিন্দু প্রৌঢ়ের মৃত্যুর পর কাঁধে-কাঁধ লাগিয়ে তাঁর দেহ সৎকার করে, সম্প্রীতির বার্তারই প্রমাণ দিলেন শিমুলগাছির মুসলমান ভাইয়েরা। এদিন রাতে পূর্বস্থলীর পাটুলি দামপাল শ্মশান ঘাটে গণেশ হাজরা শেষকৃত্য করে ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাইলেন তাঁরা। জানা গিয়েছে, কাটোয়া থানার শিমুলগাছি গ্রামের গণেশ হাজরা ওই গ্রামে একাই হিন্দু পরিবার হিসাবে বসবাস করতেন। বাকি ওই গ্রামে সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এগিয়ে আসেন মুসলিমরা। মুসলিম ধর্মের মানুষদের পাশাপাশি ওই বৃদ্ধের মেয়েরাও এদিন তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন।