রবিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। এরপর সোমবার গভীর রাতে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জমেছে জল। আর এই ভারী বর্ষণের জেরেই জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাস। স্থানীয় সূত্রে খবর, কেমডিএ-র অধীন এই আন্ডারপাসে একমানুষ সমান জল জমে ছিল। সেই কারণে যশোর রোড ধরে লেকটাউন থেকে বেলগাছিয়া যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়। পাতিপুকুরে রেলব্রিজের নীচ সংলগ্ন অন্য রাস্তা দিয়ে উভয় দিকে যানবাহন চলাচল শুরুর বন্দোবস্ত করে পুলিশ। জমা জলের কারণে পাতিপুকুর এলাকায় তৈরি হয় ব্যাপক যানজট। পাতিপুকুর আন্ডারপাসের ওই অংশে জমা জলের পরিমাণ এতটাই ছিল, যে সেখানে একটি সেডান গাড়ি সম্পূর্ণ ডুবে যায়। প্রত্যক্ষদর্শীর দাবি, ভোরবেলা আন্ডারপাসের ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ই গাড়িটি ডুবে যায়। পরবর্তী সময়ে ক্রেন এনে গাড়িটিকে সেখান থেকে বের করার বন্দোবস্ত করে পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
অতীতেও পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকার এই ভয়াবহ ছবি দেখা গিয়েছিল। পাতিপুকর আন্ডারপাসের নীচে জমা জলে ডুবে যায় আস্ত একটি বাসও। আন্ডারপাসের নীচে গাড়ি ডুবে যাওয়ার ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘লেকটাউনের দিক থেকে গাড়িটি আসছিল। গাড়িচালক বুঝে উঠতে পারেননি যে এখানে এতটা জল জমে রয়েছে। আন্ডারপাসের নীচে আসতেই গাড়িটি ডুবে যায়। চালক কোনও ক্রমে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসেন। পরে ক্রেন এনে গাড়িটিকে সেখান থেকে উদ্ধার করা হয়। এদিকে বৃষ্টি হলেই পাতিপুকুর আন্ডারপাসে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া নতুন কিছু নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ সহ প্রশাসন গোটা ঘটনার কথা জানলেও এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।