দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুরে রোগীর মৃত্যুকে ঘিরে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে।
চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।
জানা গেছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশের সঙ্গে মৃতের পরিবারের লোকজন বচসায় জড়িয়ে পড়ে।

