কলকাতা : বুধবার বড়বাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। জানা গেছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার ৪২ নম্বর ওয়ার্ড–এ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি প্রায় শতবর্ষ প্রাচীন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটির যা অবস্থা তাতে এমন ঘটনা অনেক আগেই ঘটতে পারতো। এলাকায় এমন আরও বেশ কিছু বাড়ি আছে। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, কলকাতা পুরসভার অধিবেশনে এই বিষয়টি বেশ কয়েকবার জানিয়েছি।
বাড়ির মালিকেরা ভাড়া নেন, কিন্তু মেরামত করেন না। পুরসভাকে সহযোগিতা করেন না। ওইসব বাড়িতে অনেকেই ভাড়া থাকেন। টাকা পেলেও বাড়ি মেরামত করেন না মালিকরা।