মালদার ভূতনিতে ভাঙলো বাঁধের একাংশ

মালদা : বুধবার সকালে ফুলহার নদীর জলের তোড়ে মালদার ভূতনিতে ভেঙে গেল বাঁধের একাংশ। এর জেরে হু হু করে জল ঢুকতে শুরু করে ভূতনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে যেভাবে জল দ্রুতগতিতে ঢুকছে তাতে ভূতনির একাধিক এলাকা প্লাবিত হতে পারে।

জানা গিয়েছে, গত বছর কেশরপুর কলোনির বাঁধের ভাঙা অংশ দিয়ে গঙ্গার জল ঢুকে বন্যা হয়েছিল ভূতনিতে।

অভিযোগ, সেই জল বের করে দেওয়ার জন্য শঙ্করটোলা ঘাট থেকে দক্ষিণ চন্ডিপুর যাওয়ার বাঁধের একাংশ রাতের অন্ধকারে কেটে দিয়েছিল স্থানীয় লোকজন। পরে বাঁধের ওই কাঁটা অংশ প্রায় সওয়া কোটি টাকা খরচ করে তৈরি করে সেচ দফতর। কিন্তু এদিন বাঁধের সেই অংশই ফুলহারের জলের তোড়ে ভেঙে গেল। উল্লেখ্য, দিনকয়েক ধরেই ফুলহারের জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =