পরাগের পারফেক্ট ইনিংস, পন্থের মাইলস্টোন ম্যাচে হার দিল্লির

পিঙ্ক আর্মির ডেরায় ঋষভ পন্থের দিল্লি গর্জন করতে পারল না। জয়পুরে সঞ্জু স্যামসনের টিমের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খালি হাতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দল। পেন্ডুলামের মতো দুলতে থাকল রাজস্থান-দিল্লি ম্যাচ। রাজস্থানের দেওয়া ১৮৬ রানের টার্গেট দিল্লি তাড়া করছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বের করে নিয়ে যাবে দিল্লি। কিন্তু কোথায় কী! রিয়ান পরাগের পারফেক্ট ইনিংস, আবেশ খান-নান্দ্রে বার্গার-যুজবেন্দ্র চাহালদের বোলিংয়ে অবশেষে ৫ উইকেটে ১৭৩ রানে থামল পন্থের দল। যার ফলে ঋষভ পন্থের দিল্লি এ বারের আইপিএলে জোড়া ম্যাচে হারের মুখ দেখল।

আইপিএল কেরিয়ারে দিল্লির হয়ে শততম ম্যাচে নেমেছিলেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু মাইলস্টোন ম্যাচে তাঁকে হারতে হল। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৫ রান তোলে সঞ্জু স্যামসনের রাজস্থান। নেপথ্যে রিয়ান পরাগের ৮৪ রানের অপরাজিত ইনিংস। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেও রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে হারল দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =