নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: শনিবার পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কাঁকসার শোকনা গ্রামে আক্রান্ত হন তৃণমূল কর্মী শৈলেন বাউরি ও আরও এক তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় শৈলেন বাউরি ও এক তৃণমূল কর্মীকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ আহত শৈলেন বাউরি সহ অপর এক তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার আক্রান্ত দুই তৃণমূল কর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেন চিকিৎসকদের কাছে। পাশাপাশি দল তাঁদের পাশে রয়েছে বলে আক্রান্ত তৃণমূল কর্মীকে আশ্বাস দেন।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার। রাজেশ কোনার অভিযোগ করেন, শনিবার শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছিল, সিপিএম আশ্রিত দুÜৃñতীরা বুথ দখল করে নেয়। তৃণমূল কর্মীরা প্রতিরোধ করলে তাঁদের দুই কর্মীকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাজবাঁধের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী। পাশাপাশি দল আগামী দিনে তাঁদের পাশে রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত দু’জনের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।