বহিরাগত প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ পঞ্চায়েত মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বহিরাগত প্রসঙ্গে বিরোধী দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পঞ্চয়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, ‘বিজেপি বলে বেড়াচ্ছে কীর্তি আজাদ নাকি বহিরাগত। কীর্তি আজাদ যদি বহিরাগত হন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। তিনি গুজরাটের বাসিন্দা হয়ে উত্তরপ্রদেশে কেন ভোটে দাঁড়ান।’
পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘ভোট আসলেই অনেকে রাজ্যে আসেন আর ভাঁওতাবাজি দিয়ে চলে যান। সেই ভাঁওতাবাজি দিয়েই আগে লোকসভা নির্বাচনে বিজেপির যিনি সাংসদ হয়েছিলেন তিনি জোর গলায় বলতেও পারবেন না যে তিনি এলাকায় উন্নয়নের কাজ করেছেন। রাজ্যে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের কথা ভেবে যেমন লক্ষীর ভান্ডারের ব্যবস্থা করেছেন, তেমন কৃষকদেরও নানান প্রকল্প করেছেন। যার কারণে তিনি এই রাজ্যে তৃতীয়বার মুখমন্ত্রী হয়েছেন রাজ্যের মানুষের আশীর্বাদে। কে কাজ করছে আর কে ভাঁওতাবাজি দিচ্ছে সেটা সবাইকে ভাবতে হবে।’
বুধবার বিকেলে কাঁকসা হাটতলায় আসন্ন লোকসভা নির্বাচনে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল সমর্থিত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে আসেন রাজ্যের পঞ্চয়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫৬ জন। এদিন নির্বাচনী প্রচারে কাঁকসা হাটতলায় আয়োজিত তৃণমূলের সভায় যোগ দিয়ে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করার কথা জানালে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন।
এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দোপাধ্যায়, তৃণমূলের কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র, কাঁকসা ব্লকের যুব তৃণমূলের সভাপতি কুলদীপ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =