নিজস্ব প্রতিবেদন, কালনা: রক্ত দিয়ে এক রোগীকে বাঁচালেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে বলে দাবি। একই সঙ্গে প্রয়োজনীয় রক্ত অমিল রয়েছে বলেও জানা গিয়েছে। আর তারই মধ্যে এক সংকটজনক রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসলেন সাতগাছি পঞ্চায়েতের উপপ্রধান অনিমেষ ভাঙ্গি।
মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে হাজির হয়ে এবিপ্লাস রক্তদান করেন তিনি। জানা গিয়েছে, বাকুলিয়ার ছোট নেকোয়া এলাকার পঞ্চু মালিক নামের এক বৃদ্ধা মহিলার হঠাৎই সোমবার রাতে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা রক্ত দেওয়ার কথা জানান। কিন্তু কালনা মহকুমা হাসপাতালে এবিপ্লাস রক্ত না থাকায় এলাকায় খোঁজখবর চালিয়ে রক্ত না মেলায় অবশেষে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন উপপ্রধান অনিমেষবাবুর সঙ্গে। সঙ্গে সঙ্গেই তিনি রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে হাজির হয়ে রক্তদান করেন। অনিমেষবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিবার।