কলকাতা : মুর্শিদাবাদ জেলার বহরমপুরে উড়ল প্যালেস্তাইনের পতাকা, বুধবার রাতে বহরমপুরে ধর্মীয় শোভাযাত্রায় প্যালেস্তাইনের পতাকা ওড়াতে দেখা যায় একদল মানুষকে। এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-র হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ভিডিও-তে দেখা যায় ধর্মীয় শোভাযাত্রায় (মহরম) একদল মানুষ প্যালেস্তাইনের পতাকা ওড়াচ্ছেন। ভারতীয় ভূখণ্ডে অন্য দেশের পতাকায় ওড়ানোয় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনায় অবিলম্বে মুর্শিদাবাদের পুলিশ সুপার, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-র হস্তক্ষেপ দাবি করেছেন। একইসঙ্গে তিনি লোকসভায় শপথ নেওয়ার সময় এআইএমআইএম-এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির ‘জয় প্যালেস্তাইন’ স্লোগানের প্রসঙ্গও উত্থাপন করেছেন।
ভারতীয় ভূখণ্ডে বিদেশি পতাকা ওড়ানোর জন্য দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।