কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই মলদ্বীপ থেকে মুখ ফিরিয়েছে ভারত। আর সেই সুযোগেই নিজের সম্পর্ক শোধরানোর কাজে নেমে পড়ল পড়শি দেশ। মলদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল পাকিস্তান। নিজেদের ভাঁড়ার শূন্য। আর্থিক সহায়তার জন্য বিশ্ব ব্যাংক ও চিনের কাছে হাত পাততে হয়েছে। কিন্তু এই অবস্থাতেও সেই পাকিস্তানই আবার মলদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিল।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে সবথেকে গুরুত্ব দিতে চান তারা, সে বিষয় নিয়েও কথা হয়। জলবায়ু পরিবর্তন রুখতে মলদ্বীপ যে উদ্যোগ নিয়েছে, তাতে সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার পাকিস্তানের তরফে ঘোষণা করা হয় যে মলদ্বীপের উন্নয়নে সমর্থন ও সাহায্য করবে পাকিস্তান। জানা গিয়েছে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে ফোনে কথা হয় পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হকের। মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা নিয়ে আলোচনা করেন তিনি। একইসঙ্গে মলদ্বীপের উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতিও দেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
তবে যেখানে পাকিস্তানের নিজেরই ভাঁড়ার কার্যত ফাঁকা, বিশ্ব ব্যাংকের অনুদানে সরকার চলছে, তারা কীভাবে মলদ্বীপকে উন্নয়নকাজে সাহায্য করবে, এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।