ফের পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

অ্যাবোটাবাদ, ৩ মার্চ: ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ। নির্বাচন শেষ হওয়ার প্রায় একমাস পরে নতুন প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসলেন শাহবাজ শরিফ। নির্বাচনের আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। রবিবার পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটের বেশিরভাগই পান নওয়াজ শরিফের ভাই। পিটিআই প্রার্থী ওমর আয়ুব খানকে হারিয়ে দিলেন শাহবাজ শরিফ।
পাকিস্তানের নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পিটিআই সমর্থিত নির্দলরা পেয়েছেন ১০১টি আসন পেয়ে অন সব দলের চেয়ে এগিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নওয়াজ শরিফের পিএমএল(এন) ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। ফল প্রকাশিত হতেইz জোট গঠন করতে উদ্যোগী হয় দুই দল। জোট গড়তে দুই দলই রাজি হয়। কিন্তু গেল বাধে প্রধানমন্ত্রিত্ব নিয়ে।
কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে প্রায় দু’সপ্তাহ ধরে দীর্ঘ আলোচনা চলে। এরপরই জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শাহবাজ শরিফের নাম প্রস্তাব করা হবে বলে স্থির হয়। অন্যদিকে যৌথ সাংবাদিক সম্মেলনে আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হবেন বলে জানান বিলাওয়াল। তখনই সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়তে পারবে না ইমরান খানের পিটিআই তা নিশ্চিত হয়ে যায়।
তবে ইমরানের দল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পাক প্রেসিডেন্ট আয়ুব খানের নাতির মতো হেভিওয়েট নামকে তুলে ধরে। ইমরান খান পিটিআই গড়ার পরে পাকিস্তানের রাজনীতিতে উল্লেখ্যযোগ্য নাম ওমর আয়ুব যোগ দেন। পাকিস্তানে পিটিআই সরকার গড়ার পরে অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু আস্থাভোটে শাহবাজ শরিফের কাছে হেরে গেলেন ওমর। মাত্র ৯২টি ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে শাহবাজের পক্ষে ২০১ জন সাংসদ ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + one =