নয়াদিল্লি : পহেলগাম হামলার ঠিক ২ মাস পর বড় সাফল্য এনআইএ-র। রবিবার এনআইএ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জঙ্গিদের থাকার জায়গা এবং অন্য বিষয়ে সহায়তা করেছিল তারা। যে দুই ব্যক্তিকে ধরা হয়েছে তাদের নাম পারভেজ আহমেদ জোঠার এবং বসির আহমেদ জোঠার।
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। ধৃত আহমেদ ও বশির পহেলগামেরই বাসিন্দা। তাদের জেরা করছেন তদন্তকারীরা।