পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ, বৃহস্পতি থেকে মিলবে বাজারে

কলকাতা : মঙ্গলবার গভীর রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে ইলিশবোঝাই ৮টি ট্রাক৷ প্রতিটি ট্রাকে ছিল প্রায় ৪ টন করে মাছ। সব মিলিয়ে এদিন এসেছে প্রায় ৩২ টন পদ্মার ইলিশ। মাছগুলির ওজন এক থেকে দেড় কিলোর মধ্যে।

পুজোর আগে বাংলাদেশের ইলিশ আসায় খুশি ভোজন প্রিয় বাঙালি। তবে পদ্মার ইলিশের দাম ভারতীয় বাজারে কত হবে, তা এখনই হলপ করে বলতে পাড়ছেন না আমদানিকারকরা। তারা বলেছেন, বাজারের চাহিদার উপরে ইলিশের দাম নির্ভর করবে।

সারা বছর বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ থাকলেও দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতি বছর ভারতে ইলিশ রফতানি করে থাকে৷ এবছরও ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার৷ মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে বাাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের তরফে৷ মোট ৩৭ টি সংস্থা এই ইলিশ রফতানির বরাত পেয়েছে৷ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বন্দর সূত্রে খবর, প্রথমে তিনটি গাড়িতে ১২ টন ইলিশ আসে। পরবর্তীতে আরও পাঁচটি ইলিশবোঝাই গাড়ি বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে ঢোকে।

পেট্রাপোল কাস্টমস ইয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানান, “এদিন রাতে ৮টি গাড়িতে প্রায় ৩২ টন ইলিশ বাংলাদেশ থেকে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকেছে। এক থেকে দেড় কিলো ওজনের সাইজের ইলিশ রায়েছে গাড়িতে। রাতে গাড়ি ঢুকলেও রাজ্যের বাজার গুলিতে পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 17 =