৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘ওপেনহাইমার’-এর জয়জয়কার

সোমবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হল  ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়জয়কার  ক্রিস্টোফার নোলানের। তাঁর পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’ জিতে নিয়েছে সাতটি অস্কার। পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্বচরিত্রের অস্কারও। ছবিতে অভিনয় করেছিলেন কিলিয়ান মর্ফি এবং রবার্ট ডাউনি জুনিয়র।

এবারের অস্কারে কেরিয়ারের দ্বিতীয় অস্কারটি জিতে নিয়েছেন অভিনেত্রী এমা স্টোন। ‘ইউরগোস লানথিমোস পুওর থিংস’ নামের ছবিতে বেলা ব্যাক্টরের চরিত্রের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন এমা। অন্যদিকে অস্কার হাতে ‘ওপেনহাইমার’-এর অভিনেতা মার্ফি জানিয়েছেন, তিনি সামান্য উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরিচালক ক্রিস্টোফার নোলান এবং প্রযোজক এমা থমাসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ‘ওপেনহাইমার’ ছবিতে তাঁকে সেই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। ‌ ‌’ওপেনহাইমার’ ছবির জন্য পুরস্কার জেতা ছিল ক্রিস্টোফার নোলানের কাছে অন্যতম জয়।

 

একনজরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তালিকাঃ

সেরা ছবি ওপেনহাইমার।

সেরা অভিনেতা কিলিয়ন মারফি, ওপেনহাইমার।

সেরা অভিনেত্রী এমা স্টোন, পুওর থিংস।

সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার।

সেরা সহঅভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার।

সেরা সহঅভিনেত্রী ডাভাইন জয় ব়ানডলফ।

সেরা অরিজিনাল চিত্রনাট্য অ্যানাটমি অফ আ ফল।

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য আমেরিকান ফিকশন।

সেরা অ্যানিমেটেড ফিচার দ্য বয় অ্যান্ড দ্য হেরন।

সেরা আন্তর্জাতিক ফিচার দ্য জোন অফ ইন্টারেস্ট।

সেরা অরিজিনাল স্কোর ওপেনহাইমার।

সেরা সিনেম্যাটোগ্রাফি ওপেনহাইমার।

সেরা সম্পাদনা ওপেনহাইমার।

সেরা অরিজিনাল সং হোয়াট ওয়াস আই মেড ফর, বার্বি।

সেরা ডকুমেন্টরি ফিচার টুয়েন্টি ডেজ ইন মারিওপোল।

সেরা প্রোডাকশন ডিজাইন পুওর থিংস।

সেরা কস্টিউম ডিজাইনপুওর থিংস।

সেরা ভিজ্যুয়াল এফেক্টস গর্জিলা মাইনাস ওয়ান।

সেরা লাইভ অ্যাকশন শর্ট দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার।

সেরা মেকআপ, হেয়ারস্টাইলিং পুওর থিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =