অপারেশন সিঁদুর-কূটনীতি: কেন্দ্র পাঠাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি

নয়াদিল্লি : পহেলগাম সন্ত্রাস এবং ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত পরিস্থিতি দিয়ে বিভিন্ন দেশের কাছে পৌঁছতে কূটনৈতিক প্রক্রিয়ার সমান্তরালে এক অভিনব পন্থা নিল নরেন্দ্র মোদী সরকার। দেশের সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দলকে ভাগে ভাগে বিদেশের বিভিন্ন সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০ মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর।

শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে, ভারত ঐক্যবদ্ধ। ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল শীঘ্রই গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে সফর করবে, সন্ত্রাসবাদের প্রতি আমাদের শূন্য-সহনশীলতার বার্তা বহন করবেন। রাজনীতির ঊর্ধ্বে, পার্থক্যের ঊর্ধ্বে জাতীয় ঐক্যের একটি শক্তিশালী প্রতিফলন।”

অপারেশন সিঁদুর ও সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অব্যাহত লড়াইয়ের প্রেক্ষাপটে, ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল এই মাসের শেষের দিকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে সফর করবে। নিম্নলিখিত সাংসদরা সাতটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন:-

১) শশী থারুর, কংগ্রেস

২) রবি শঙ্কর প্রসাদ, বিজেপি

৩) সঞ্জয় কুমার ঝা, জেডিইউ

৪) বৈজয়ন্ত পান্ডা, বিজেপি

৫) কানিমোঝি করুণানিধি, ডিএমকে

৬) সুপ্রিয়া সুলে, এনসিপি

7) শ্রীকান্ত একনাথ শিন্ডে, শিবসেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 2 =