সাঁকরাইল থানার আঙ্গারনালি গ্রাম সংলগ্ন এলাকায় ভারতীয় বায়ুসেনার বম্বিং গ্রাউন্ডে ব্যবহৃত বোমার অংশবিশেষ সংগ্রহ করার সময় বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মৃতের পরিবারের তিনজন l জানা গিয়েছ, গত কয়েকদিন ধরে এই বম্বিং গ্রাউন্ডে ভারতীয় বায়ু সেনার প্রশিক্ষণ চলছিল। সোমবার সকালে পার্শ্ববর্তী গ্রাম সংলগ্ন এলাকার গ্রামবাসীরা প্রশিক্ষণ জোনে ঢুকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ সংগ্রহ করার সময় রামজীবন রানা নামে এক গ্রামবাসী একটি তাজা বোমা কুড়িয়ে পান এবং কিছুক্ষণের মধ্যেই তার হাতে সেটি ফেটে যায়। ঘটনায় মারা যান গ্রামবাসী রামজীবন রানাl সেইসঙ্গে আহত হন তার স্ত্রী মালতি রানা, জামাই সুরজিৎ রানা এবং মেয়ে মেনকা রানা। আহতদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।