আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বের জন্য নারী শক্তিকে অভিবাদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সমস্ত ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।
On Women’s Day, I salute our Nari Shakti and their accomplishments in diverse fields. The Government of India will keep focusing on women empowerment through its various schemes with an emphasis on dignity as well as opportunity.
— Narendra Modi (@narendramodi) March 8, 2022
মঙ্গলবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘নারী দিবসে নারী শক্তি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৃতিত্বের জন্য অভিবাদন। ভারত সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করবে।’ আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, নারী ক্ষমতায়ন (Women’s Empowerment) ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকালে টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে’ সাহস ও বীরত্বের প্রতীক নারী শক্তিকে কুর্নিশ।’
এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘নারী ক্ষমতায়ন ছাড়া মানবতার বিকাশ অসম্পূর্ণ। মাতৃশক্তিকে শক্তিশালী ও সবল করে তুলে তাঁদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলছে মোদি সরকার, যার ফলে নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব দিয়ে দেশকে গর্বিত করছেন।’