কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের আধারে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর নতুন ছবি ‘ও অভাগী’ মুক্তি পাচ্ছে। নামভূমিকায় সৃজিত ঘরণীমিথিলা। সিনেমাটির প্রযোজনা করছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক। তিনি গ্রামবাংলায় প্রথম শিশুদের হাসপাতাল কোলাঘাট শুশ্রূষা শিশু সেবা নিকেতনে চিকিৎসা করেন। যেখানে গরিব শিশুদের জন্য ২০ু বেড বিনামূল্য প্রদান করা হয়। এছাড়াও পথশিশুদের পাশাপাশি অনাথ শিশুদের জন্যেও বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা রয়েছে। চিকিৎসকের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত রয়েছেন। সিনেমাটি আগামী ২৯ শে মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।। এই চলচ্চিত্রটি নির্মাণের নেপথ্যে তাঁর মূল উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে সমাজ সেবা করা। ডক্টর প্রবীর ভৌমিকের বাবা স্বর্গীয় দেবেন্দ্রনাথ ভৌমিকের নামে একটি শিশু বিভাগ গড়ে তুলতে চান। তাঁর আশা সিনেমাটি দর্শক পছ¨ করবে। সিনেমা থেকে উঠে আসা অর্থ তিনি গরিব শিশুদের চিকিৎসায় ব্যয় করবেন।
শনিবার পার্কসার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর কনফারেন্স হলে ‘ও অভাগী’ ছবির প্রিমিয়ার আয়োজিত হয়। উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর অপূর্ব ঘোষ এবং প্রফেসর জয়দেব রায় সহ বিশিষ্টরা।