কলকাতা : পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ২২ লক্ষ ৮২ হাজার ৭৮৯। বুধবার সকাল অবধি প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকালে ফেরত না আসা আবেদনপত্রের সংখ্যা পেরিয়ে গেল ৫০ লক্ষ!
সকাল ৮ টা পর্যন্ত পরিসংখ্যান মিলেছে —
*মৃত ভোটারের সংখ্যা: ২২ লক্ষ ৮২ হাজার ৭৮৯।
*অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা: ৭ লক্ষ ৬১ হাজার ৫৩১।
*পাকাপাকি ভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা: ১৭ লক্ষ ১৯ হাজার ৩৬৩।
*একাধিক স্থানে নাম লেখানো ভোটারের সংখ্যা: ১ লক্ষ ১২ হাজার ৭৫।
*অন্যান্য: ২৪ হাজার ৬৭৯।
* সংগৃহিত হয়নি, এমন মোট আবেদনপত্র: ৪৯ লক্ষ ৪৩৭।
কমিশনের হিসেব বলছে, সকাল আটটা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৪৯ লক্ষ ৪৩৭। বেলা ১২টা নাগাদ সংখ্যাটি ৫০ লাখ পেরিয়েছে বলে খবর।

