ঝড়বৃষ্টিতে মহানবমীতে লণ্ডভণ্ড উত্তরের পাহাড়

জলপাইগুড়ি : সমতলের শারদোৎসবে অনেকটা খুশির উন্মাদনা থাকলেও বুধবার নবমীর সকাল থেকে উত্তরের আকাশ কালো মেঘে ঢাকা।

প্রবল বর্ষণের জেরে ভূমিধসে অবরুদ্ধ হয়ে আছে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। ডুয়ার্সের ওদলাবাড়ির ক্রান্তি রোডে ভেঙে পড়েছে পুজোর আলোর তোরণ। কোচবিহার, আলিপুরদুয়ারেও ক্ষতিগ্রস্ত হয়েছে পুজো মণ্ডপ। নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতি কতটা উদ্বেগজনক হতে পারে, সেই দুশ্চিন্তা দেখা দিয়েছে পাহাড়ের বাসিন্দাদের মধ্যে।

শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরের পাহাড়-সমতলে ঝোড়ো হাওয়া-সহ প্রবল বৃষ্টি চলছে। সিকিম পাহাড়ে বৃষ্টির জেরে মাল নদীর জলস্তর বাড়ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছিল, বুধবার উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে ‘হলুদ’ সর্তকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =