রাজ্যে প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু

বাংলায় বেজে গেলো ভোটের ঘণ্টা। লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফা ভোটের মনোনয়ন শুরু হল বুধবার। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বুধবার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হল। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে নির্ভয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেজন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। এই তিনটি আসনে আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৭ মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ২৮ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ।

শনিবার লোকসভা ভোটের  নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব। ৭ দফায় ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম লোকসভা নির্বাচন। নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকেই চালু হল আদর্শ আচরণবিধিও। বাংলায় ইতিমধ্যে পুরোদমে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 6 =