গার্ডেনরিচের পর অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ মেদিনীপুরে

মেদিনীপুর: জেলা শহর মেদিনীপুরেও বেআইনি-নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। শহরে বেআইনি নির্মাণের জন্য পুর প্রধানকেই দায়ী করলেন খোদ পুরসভারই এক কাউন্সিলর। মেদিনীপুরে অবৈধ নির্মাণের রমরমা প্রসঙ্গে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, ‘এসব শুধু আই-ওয়াশ। বহুদিন আগেই শহরে বহুতল নির্মাণ বন্ধে আমরা আন্দোলন করেছি। শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এজন্য শুধু পুরসভা নয়, শাসকদলের নেতা-নেত্রীরা সকলেই দায়ী। বহুতল নির্মাণের কাটমানি হয়তো পুরপিতা, বিধায়ক হয়ে তৃণমূলের একেবারে শীর্ষ স্তরে বা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যায়, তাই কোনও পদক্ষেপ নেওয়া হয় না। মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীর ধমক দেওয়াটাও ছিল শুধুমাত্র আই-ওয়াশ।’

গার্ডেনরিচের ঘটনার পর মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, ‘প্রতিটি বহুতল নির্মাণকারী সংস্থা বা কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছি। তাদের যদি আইনগত সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নোটিসের একটি কপি মহকুমা শাসক মধুমিতা মুখার্জিকেও পাঠিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =