দুর্গাপুর : “গত উপনির্বাচনে কোন আসনে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপির নয়, তৃণমূল ও সিপিএম সমর্থিত হিন্দুদের ভোট দিতে দেয়নি। তাই রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে কোন হিন্দু, সনাতনি, জনজাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না।” সোমবার ঝাড়খন্ড যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
প্রসঙ্গত, আর কয়েকদিন পরই ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন। একইসঙ্গে পশ্চিমবঙ্গে ৬ টি বিধানসভার উপনির্বাচন। লোকসভায় ধরাশায়ীর পর উপনির্বাচনে ছটি আসন জিততে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যে প্রার্থীপদে নতুন মুখ নিয়ে এসেছে বিজেপি। তার সঙ্গে আর জি কর ইস্যুকে সামনে রেখে লড়াইয়ে নেমেছে বিজেপি। এদিকে ঝাড়খন্ডে নিজেদের ক্ষমতা ফেরাতে মরিয়া বিজেপি। সেখানে পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েক জন নেতৃত্বকে প্রচারের জন্য আসরে নামিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার ঝাড়খন্ডের জামতাড়ায় বিজেপি প্রার্থী সীতা সোরেন ও নালা কেন্দ্রে মাধব মাহাতোর সমর্থনে জনসভা রয়েছে।
ওই জনসভায় যোগ দিতে বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি রওনা দেন। এদিন সকালে অন্ডাল বিমানবন্দরে নেমে সড়কপথে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে আর জি কর ইস্যু নিয়ে জুনিয়ার ডাক্তার আন্দোলনের পাশে থাকা প্রসঙ্গে তিনি বলেন,” জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন, সেদিন থেকে ওদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।”
উল্লেখ্য, গত জুলাই মাসে রাযগঞ্জ, রানাঘাট (দক্ষিন), বাগদা, মানিকতলা চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে। সম্প্রতি আবার ছটি আসনে উপনির্বাচন। ওই আসানগুলিতে জয়ের প্রসঙ্গে শুভেন্দু অধিকারি বলেন,” গত উপনির্বাচনে কোন আসনে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুধু বিজেপির নয়, তৃণমূল ও সিপিএম সমর্থিত হিন্দুদের ভোট দিতে দেয়নি। তাই রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে কোন হিন্দু, সনাতনি, জনজাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না।” তিনি আরও বলেন,” আগামী ২০২৬ সালে রাজ্য বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে বদলের কথা বলেছেন।”