টিম হিসেবে নিজেদের তুলে ধরতে হলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তবেই মিলবে সাফল্য। শনিবার আইপিএলে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের এমনই বার্তা দিলেন টিমকে। সিএসকে ম্যাচের আগে কিছুটা হলেও চাপে রয়েছে কলকাতার টিম। অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সের মতো প্লেয়ারকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না। মহেন্দ্র সিং ধোনির টিমের বিরুদ্ধেই গত বার আইপিএল ফাইনালে হেরে গিয়েছিল কেকেআর। আইপিএল ১৫-র উদ্বোধনী ম্যাচে কি বদলা নিতে পারবে শ্রেয়সের টিম?
আইপিএলের প্রথম ম্যাচের চার দিন আগে কেকেআরের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলছেন, ‘টিম হিসেবে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই রকম লম্বা টুর্নামেন্টে কঠিন সময় আসবে। ভালো সময়ও থাকবে। এই রকম সময়গুলো পার করার জন্য টিমের প্রতি সদস্যকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মাঠ ও মাঠের বাইরে আমাদের বন্ধু হয়ে উঠতে হবে। চমৎকার সম্পর্কই এ সব চাপ কাটিয়ে দেবে।’
দিল্লি ক্যাপিটালসের নেতা হিসেবে দুটো মরসুম খেলেছিলেন শ্রেয়স। চাপ কখন আসে, কখন কাটে, ভালোই জানেন। আর তাই বেগুনি জার্সির নেতা বলে দিচ্ছেন, ম্যাচ প্রতি ভাবনা রাখতে হবে টিমকে। শ্রেয়সের কথায়, ‘মাঠের বাইরে থেকে কে কী বলছে, সে সব নিয়ে ভাবলে হবে না। এটা মাথায় রাখতে হবে যে, আমাদের কাজটা হবে মাঠে সেরা দেওয়া। কেকেআরে প্রত্যেক ক্রিকেটার ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। প্রত্যেকেরই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। প্রথম দিন থেকেই নিজেদের চ্যালেঞ্জ দিতে হবে। আর সেটা হলে কিন্তু কোনও আক্ষেপ থাকবে না।’
মাঠে নেমে পড়ার আগে আন্দ্রে রাসেল রীতিমতো হুঙ্কার দিয়ে রাখছেন প্রতিপক্ষ টিমগুলোকে। ‘গত কয়েক মরসুম ধরে আমাকে নিয়ে কথা বলা হয়েছে। আমার এ বার কাজই হল তাদের মুখ বন্ধ করে দেওয়া। ব্যাট হাতে, বল হাতে কিংবা দুরন্ত ক্যাচ ধরা— যা প্রয়োজন টিমের জন্য, তাই করব, যাতে কেকেআরকে প্রথম সারিতে রাখতে পারি।’