নয়াদিল্লি : সম্প্রতি কোচবিহারে আক্রান্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই হামলার তীব্র নিন্দা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন নাড্ডা।
বৃহস্পতিবার এক্স মাধ্যমে নাড্ডা জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হামলার তীব্র নিন্দা জানাই। আরও উদ্বেগজনক বিষয় হল, রাজ্য পুলিশের উপস্থিতিতে এই নির্লজ্জ হামলাটি ঘটেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার স্পষ্ট প্রতিফলন।”
নাড্ডা আরও জানান, “এটি কেবল একজন নির্বাচিত প্রতিনিধির উপর আক্রমণ ছিল না; এটি গণতন্ত্রের উপরই আক্রমণ ছিল। আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছি। যদি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনা করাই যায়। এই অনাচার এবং রাজনৈতিক হিংসার সংস্কৃতি লালনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

