গাজা ভূখণ্ডে ইজরায়েলি অভিযান নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। এই সংঘাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৭ হাজার প্যালেস্তিনীয়র। নিহতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। এই প্রেক্ষাপটে রক্তপাত থামাতে উদ্যোগী হয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তবে ভেটো প্রয়োগ করে সেই চেষ্টা বানচাল করে দিল আমেরিকা।
ভেটো প্রয়োগের পক্ষে ওয়াশিংটনের যুক্তি, এই প্রস্তাবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কিছুই পালটাবে না। বাস্তব থেকে যোজন দূরে এই প্রয়াস। এটা অর্থহীন। রাষ্ট্রসংঘে নিযুক্ত আমেরিকার উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ইজরায়েল ও প্যালেস্তাইনে শান্তির পক্ষে বরাবর সওয়াল করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এক্ষুণি যু্দ্ধবিরতির পক্ষে নই আমরা। এহেন সংঘর্ষবিরতি পরবর্তী যুদ্ধের বীজ বোপন করবে। দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনের কোনও ইচ্ছা হামাসের নেই।
ইহুদি দেশটির আক্রমণে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৭ হাজার পেরিয়ে গিয়েছে।