পশ্চিম বর্ধমান : আইআইটি খড়্গপুরে কলকাতার এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছে। ক্যাম্পাসের একটি ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঋতম মণ্ডল নামে ওই পড়ুয়ার। জানা গিয়েছে, মেক্যানিকাল বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার পৌনে ১২টা নাগাদ পুলিশের কাছে খবর আসে। তারা গিয়ে ক্যাম্পাসেরই একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়।
ঘটনার কিছু আগেই ঋতমের বাবা-মা আইআইটির সিকিওরিটি রুমে ফোন করেছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।
বস্তুত, একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে খড়্গপুর আইআইটি। চলতি বছরেই, এখনও পর্যন্ত, দেশের প্রাচীনতম আইআইটিতে চার জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত তিন বছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।

