প্রয়াগরাজ : উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষায় আর কোনও বাধা রইল না। নিম্ন আদালতের রায়ই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার মুসলিম পক্ষের আবেদনও খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার অনুমতি দিয়েছিল নিম্ন আদালত। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ।
কিন্তু, সোমবার নিম্ন আদালতের রায়ই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়ে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, নিম্ন আদালতের রায়ে কোনও সমস্যা ছিল না।